করোনা ভ্যাকসিনের আবেদন করে মোদিকে ফোন ট্রুডোর, সাহায্যের আশ্বাস মোদির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 3:08 p.m.
জাস্টিন ট্রুডো এবং নরেন্দ্র মোদি facebook.com/narendramodi

করোনা নিরাময়ের ক্ষেত্রে ভারতের তথা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন জাস্টিন ট্রুডো।

দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্যের পর চিড় ধরেছিল ভারত এবং কানাডার কূটনৈতিক সম্পর্কের মধ্যে। তবে মানবিকতার খাতিরে এবারে অতীতের কথা ভুলে কানাডাকে সাহায্য করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা ভ্যাকসিনের জন্য প্রধানমন্ত্রী মোদি কে ফোন করেছিলেন। কানাডার বিদেশমন্ত্রক সূত্রে খবর, এদিনের ফোনের কথোপকথনে কৃষক বিক্ষোভের কথা উঠে এসেছে। অন্যদিকে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, এরকম কোন কথোপকথন হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে ভ্যাকসিনের জন্যে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে জানানো হয়েছে ভারত যথাসাধ্য সাহায্য করবে। অপরদিকে, করোনা নিরাময়ের ক্ষেত্রে ভারতের তথা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন জাস্টিন ট্রুডো। পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে কথা হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। কানাডা তরফ থেকে জানানো হয়েছে, ইন্দো প্যাসিফিক একইভাবে আইনের শাসন বজায় রাখা যায় এবং কৃষক বিক্ষোভ এই দুটি বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, এর আগেও জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলন নিয়ে কথা বলেছিলেন। কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছিল এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।