ইউক্রেন সংকটের মাঝেই বাইডেন পুতিনের ফোনালাপ, কমতে পারে উত্তেজনার পারদ!
বাইডেন পুতিনের দীর্ঘ ফোনালাপে গলতে পারে উত্তেজনার পারদ, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ
রাশিয়া (Russia) এবং আমেরিকার (America) মধ্যে ইউক্রেন (Ukraine) সংকট ক্রমশ বাড়ছে। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) মধ্যেই ফোনালাপে সেই উত্তেজনার পারদ কিছুটা নরম হল, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। প্রায় ৬২ মিনিটের ফোনালাপে মূলত ইউক্রেন সংকট সমাধানের সামান্য উন্নতি হয়েছে।
ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়ার উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেন সীমান্তে ১ লক্ষের বেশি সৈন্য মজুত করেছে। যুদ্ধ আশঙ্কায় যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন সরকার। ইউক্রেনের রাজধানী কিভ থেকে সমস্ত আমেরিকান নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রিটেনও তাদের দেশের নাগরিকদের সেদেশ ছাড়ার কথা বলেছে। ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনে যুদ্ধ আশঙ্কায় যথেষ্ট উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে বাইডেনের সঙ্গে পুতিনের এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলছেন ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রাশিয়া বুধবার ইউক্রেন আক্রমণ করছে। সেই মোতাবেক রাশিয়ার সব ধরণের প্রস্তুতি প্রায় শেষ। রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মজুত করে ফেলেছে। দিন কয়েক আগেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে টক্কর নিতে হবে। তারজন্য সব ধরণের প্রস্তুতি আগাম সেরে রাখতে হবে। আর তাই ইউক্রেনে থাকা আমেরিকার নাগরিকদের যত দ্রুত সম্ভব সেদেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল বাইডেন সরকার। আর এমন পরিস্থিতিতে বাইডেন পুতিনের এই দীর্ঘ ফোনালাপে কিছুটা বরফ গলল, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ।