উত্তপ্ত বেলারুশ
রাষ্ট্রীয় জুলুমের প্রতিবাদে রাস্তায় বেলারুশের সাধারণ মানুষ
সাধারণ মানুষের উপর বেলারুশ সরকারের অমানবিক নির্যাতন বিগত কিছু সময় ধরেই চলছিল। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছেন সাধারণের জীবন। ফলে সাধারণ মানুষ রাস্তায় বেরোলেই পুলিশি নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। কখনো বিনা কারণেই পুলিশ শারীরিক নির্যাতন করছে মানুষজনকে। কখনো বা মানুষের স্বাভাবিক গতিবিধি বুলেট তাক করে নিয়ন্ত্রণ করতে চাইছে পুলিশ।
লুকাশেনকোর এই অমানবিকতার বিরুদ্ধে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রতিবাদের ভাষা খুব সাধারণ। গায়ে লাল সাদা পতাকা জড়িয়ে, হাতে বেলুন আর গাড়ির হর্ন বাজানো এটা দিয়েই সমস্ত প্রতিবাদ। সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হয়েছেন দেশের সংবাদ মাধ্যমও। তারা স্ট্রাইক ঘোষণা করছে যতদিন না প্রেসিডেন্ট পদত্যাগ করেন। দেশের পুঁজিপতিরাও রাষ্ট্রের বিরুদ্ধে স্বর চড়িয়ে যোগদান করেছেন প্রতিবাদে। ফলে প্রতিবাদী সাধারণরা মনে জোর পাচ্ছেন মনে করছেন মুখ বুজে সহ্য করার দিন শেষ। কিন্তু প্রেসিডেন্ট? তিনি যথারীতি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছেন সবটা। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ছে, গাড়ি ভেঙ্গে দিচ্ছে, রাবারের বুলেট ফায়ার করছে। আর্টিস্টিক বলছেন, "আমার যা ইচ্ছে আমি করব। পুতিন আমাকে বলেছেন প্রয়োজন পড়লে সে আমাকে সামরিক সাহায্য করবে।"