Barack Obama: করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
ছিল গলা খুসখুস, হালকা ঠান্ডা লাগার ভাবও, দেশে করোনা নিয়ন্ত্রণে হলেও করোনা আক্রান্ত বারাক ওবামা
করোনা (Covid-19) আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। নিয়েছিলেন করোনা টিকা, এমনকী বুস্টার ডোজও নিয়েছিলেন। তারপরও তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন একথা।
এদিন তিনি এক টুইট বার্তায় বলেন, "আমি কোভিড পজিটিভ। দিন কয়েক গলা খুসখুস ছিলই, তবে শরীর ভাল আছে।" জানা গিয়েছে, দিন কয়েক তিনি গলা খুসখুস নিয়ে অস্বস্তিতে ছিলেন। এরপর তিনি কোভিড পরীক্ষা করান। আর তাতেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার। যদিও মিচেল ওবামার রিপোর্ট নেগেটিভ।
উল্লেখ্য, উভয়ে আগেই করোনার টিকা নিয়েছিলেন। সেই সঙ্গে বুস্টার ডোজও নিয়েছিলেন। তারপরও করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, "আমি ও মিচেল করোনার টিকা নিয়েছি। এমনকী বুস্টার ডোজও নিয়েছি। তারপরও আমি কোভিড আক্রান্ত হয়েছি। যদিও মিচেলের রিপোর্ট নেগেটিভ। আপনারা যদি এখনও করোনার টিকা না নিয়ে থাকেন, অবশ্যই টিকা নিন। টিকা নেওয়াটা জরুরি। দেশে যদিও করোনা সংক্রমণ অনেকটাই কম, তারপরও করোনার টিকা নিন।" দেশবাসীকে টিকাকরণে উৎসাহিত করেছেন তিনি।