কাবুল তালিবানি দখলে, নিজের দেশ ছেড়ে তাজাকিস্তানে স্বয়ং রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/08/2021   শেষ আপডেট: 15/08/2021 11:20 p.m.
https://twitter.com/ashrafghani

সুত্র মারফত খবর, আপাতত এক অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাবে তালিবান

তালিবানি অত্যাচারে জর্জরিত আফগানিস্তান। উগ্রপন্থীদের হাত থেকে বাঁচতে ইতিমধেই বিভিন্ন দেশ তাদের বাসিন্দাদের দেশে ফেরানোর তোড়জোড় শুরু করেছে। কিন্তু এবার দেশছাড়া খোদ আফগান রাষ্ট্রপতি। আজ তালিবান জঙ্গিরা রাজধানী কাবুল দখল করার পরই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সে দেশ ত্যাগ করেন। বর্তমানে তাঁর ঠিকানা তাজাকিস্তান।

প্রসঙ্গত, তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই সে দেশে ফিরে এসেছে ২০ বছর আগের বিভীষিকা। নারীস্বাধীনতা তলানিতে গিয়ে ঠেকেছে। আর আজ তাদের কাবুল দখল করার পর বলাই যায়, সম্পূর্ণ তালিবানি শাসন আবার ফিরতে চলেছে আফগানিস্তানে। সুত্র মারফত খবর, আপাতত এক অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাবে তালিবান।

প্রথমে মনে করা হয়েছিল, কাবুলে তালিবানরা কব্জা জমানোর আগেই আফগান রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু পড়ে আফগান প্রেসিডেন্টের অফিসের আধিকারিক মারফত জানা যায়, প্রথমে তালিবানরা কাবুল দখল করে এবং আফগান সরকারকে আত্মসমর্পণের জন্য সময় দেয়। সেই সময় পর্বেই দেশ ছাড়েন তিনি। রওনা দেন তাজাকিস্তানের উদ্দেশ্যে।