এবার নিজেই ঠিক করুন কারা আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবেন, WhatsApp আপডেটে এল বিশেষ ফিচার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/06/2022   শেষ আপডেট: 18/06/2022 2:05 p.m.
WhatsApp

হোয়াটসঅ্যাপে নতুন "My Contact Except" অপশন যুক্ত হয়েছে

বর্তমান টেকস্যাভি যুগে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল, আবার স্মার্টফোন রয়েছে অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। এমন কাউকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর তাই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপের নাম। বিশ্বব্যাপী সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হল এটি।বিলিয়ন মানুষ রয়েছে এর ইউজারের তালিকায়। META এর অধীনস্থ এই মেসেজিং অ্যাপ‌ও তাই ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নতুন আপডেট নিয়ে আসতে বদ্ধপরিকর।

কিছুদিন আগেই মেসেজ রিয়াকশ্যান ফিচার লঞ্চ করেছিল WhatsApp। আর এবার কয়েকমাসের পরীক্ষানিরীক্ষার পর অবশেষে অপছন্দের ব্যক্তির থেকে নিজের ছবি, অ্যাবাউট আর লাস্ট সিন লুকিয়ে রাখতে সক্ষম ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এতদিন হ্যোয়াটস‌অ্যাপে ছিল Everyone, My Contact এবং Nobody অপশন। আর এবার সেখানে যুক্ত হল "My Contact Except" অপশনটি।

বুঝতে অসুবিধা হচ্ছে? ধরুন আপনার কন্টাক্টের তালিকায় এমন কেউ রয়েছেন যার নম্বর ডিলিট করতে কিংবা ব্লক করতে আপনি অপারগ। এবার সেক্ষেত্রে তিনি যদি হোয়াটস্যাপ ব্যবহার করে থাকেন তবে আপনার প্রোফাইল পিকচার, অ্যাবাউট তিনি দেখতে পাবেন। অথচ আপনি সেটা চাইছেন না। আর এখানেই কেল্লাফতে করতে চলেছে WhatsApp য়ের এই বিশেষ ফিচার। কেবলমাত্র সেটিংসয়ে গিয়ে প্রাইভেসি বদলে "My Contact Except" তমুক ব্যক্তির নাম সিলেক্ট করে ফেলুন। আর ব্যস্, না তিনি আপনার ছবি দেখতে পাবেন, না তো আপনি কখন শেষবার অনলাইন ছিলেন তার কোনো ডিটেইলস।

Twitter-এ ফিচার আপডেট ঘোষণা করে, WhatsApp উল্লেখ করেছে, "অনলাইনে আপনার গোপনীয়তাকে আরও সুরক্ষিত করতে, আমরা আপনার গোপনীয়তা নিয়ন্ত্রণ সেটিংসে নতুন বিকল্প চালু করছি। এখন আপনি নির্বাচন করতে পারেন আপনার পরিচিতি তালিকা থেকে কে আপনার প্রোফাইল ফটো, সম্পর্কে, এবং সর্বশেষ দেখা অবস্থা দেখতে পাবে।" প্রসঙ্গত, কিছুদিন আগেই গ্রুপ কলের ক্ষেত্রে বড়সড় ফিচারে পরিবর্তন এনেছিল WhatsApp। এখন আপনি গ্রুপ কলে কাউকে মিউট করতে পারবেন, কল চলাকালীন মেসেজ‌ও করতে পারবেন। বলা বাহুল্য, ইউজার ফ্রেন্ডলি হিসেবে সবথেকে বেশী অ্যাক্সেসেবল হয়ে উঠছে WhatsApp Messenger।