কম্পিউটারে খেলতে চান Battleground Mobile India? জেনে নিন ডাউনলোড করার পদ্ধতি
অ্যান্ড্রয়েড এমুলেটরের মাধ্যমে মোবাইল গেম কম্পিউটারে খেলা যায়
গতবছর জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল ব্যান করে দেওয়া হয়েছিল গোটা দেশে। তারপর থেকেই চিনা সম্পর্ক ছেদ করে গেমের সাউথ কোরিয়ান কোম্পানি ভারতীয় সার্ভারে গেমটি আনার জন্য চেষ্টা করছিল। তবে সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ জুন ভারতে লঞ্চ করেছে Battleground Mobile India। তবে বর্তমানে প্লে স্টোরে গেমটির বেটা ভার্সন পাওয়া যাচ্ছে। ভারতীয় পাবজি গেমের ফ্যানেরা এখন থেকেই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে গেমটি খেলতে পারছে। তবে অনেকেরই অভ্যাস এই গেমটিকে কম্পিউটারে খেলা। অফিশিয়ালি গেমটির PC ভার্সন নিয়ে প্রস্তুতকারী সংস্থা ক্রাফটন (Krafton) কোন উল্লেখ না করলেও কিছু বিশেষ উপায়ে আপনি নিজেই মোবাইলের গেমটিকে কম্পিউটারে মাউস এবং কিবোর্ডের সহযোগে খুব সহজেই খেলতে পারবেন।
মোবাইলের গেম কম্পিউটারে খেলার জন্য দরকার পড়ে অ্যান্ড্রয়েড এমুলেটরের। আগেও গেমাররা মোবাইলের গেম কম্পিউটারে খেলার জন্য একাধিক এমুলেটর ব্যবহার করত। যারা এই এমুলেটরের মাধ্যমে গেম খেলে তাদের কম্পিউটারে অবশ্যই ২-৩ জিবি র্যাম ও ভালো গ্রাফিক্স কার্ড থাকা প্রয়োজন। গ্রাফিক্স কার্ড না থাকলে গেমের গ্রাফিক্স আপনার পছন্দ নাও হতে পারে। বর্তমানে বেশ কিছু জনপ্রিয় অ্যান্ড্রয়েড এমুলেটর হল Bluestakes, LDPlayer, NoxPlayer ইত্যাদি। এগুলি অ্যান্ড্রয়েড Nougat ৭.১ এ চলে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কি করে এই সমস্ত এমুলেটরের মাধ্যমে Battleground Mobile India আপনার কম্পিউটারে খেলতে পারবেন।
১) প্রথমে যেকোনো একটি অ্যান্ড্রয়েড এমুলেটর তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারে ডাউনলোড করুন।
২) ডাউনলোড করার পর তা ইন্সটল করুন এবং লঞ্চ করার পর সেখান থেকে গুগল প্লে স্টোর খুলুন।
৩) প্লে স্টোরে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে লগইন করুন।
৪) লগইন করার পর Battleground Mobile India সার্চ করুন এবং গেমটি ডাউনলোড করুন।
৫) তারপর মোবাইলের মতো করেই সেই গেমটিকে লঞ্চ করুন এবং অ্যাডিশনাল ফাইল ডাউনলোড করে নিন।