ফ্লিপকার্ট সেল: অনেক কমে পেয়ে যাবেন dell-এর ল্যাপটপ
মাত্র ২০,৮৯০ টাকায় ফ্লিপকার্ট সেল থেকে কিনে নিতে পারেন ৮ জিবি র্যাম এবং আই৩ প্রসেসর সহ একটি দারুন DELL ল্যাপটপ
সেল! সেল! সেল! আর তার সঙ্গে প্রচুর অফার! ইলেক্ট্রনিক জিনিসের উপর বিশাল সেল চলছে ফ্লিপকার্ট (Flipkart) -এ! গত ২২ জানুয়ারি 'বিগ সেভিং ডেস সেল' (Big Saving Days Sale) শেষ হয়ে যাওয়ার পরেরদিনই অর্থাৎ ২৩ জানুয়ারি শুরু হয়েছিল 'গ্র্যান্ড গেজেট ডেস সেল' (Grand Gadget Days Sale)। অপরদিকে, ২৬ জানুয়ারি এই সেলটি শেষ হবার পর রাত কাটতে না কাটতেই ২৭ জানুয়ারি থেকে গ্রাহকদের জন্য 'ফ্লিপকার্ট ইলেকট্রনিকস সেল' (Flipkart Electronics Sale) নিয়ে হাজির হয়েছে এই ই- কমার্স (E-commerce) সংস্থাটি।
উক্ত সেলটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং এখানে ক্রেতা গ্রাহকরা বিভিন্ন ইলেকট্রনিক্স (Electronics) ও অন্যান্য আধুনিক গেজেটের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এই প্রসঙ্গে গ্রাহকরা জেনে রাখুন, আপনি যদি সস্তা দামে অথচ দারুন একটি ল্যাপটপ (Laptop) কেনার প্ল্যান করে থাকেন, তাহলে চলতি সেলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। কারণ ফ্লিপকার্ট একাধিক ল্যাপটপ মডেলের ওপর এই সেলে প্রচুর ছাড় দিচ্ছে। ফলত, খুব সস্তায় আপনি এখন আপনার পছন্দমত একটি ব্র্যান্ড-নিউ ল্যাপটপ ঘরে আনতেই পারেন। এই সেল চলাকালীন আপনারা ফ্লিপকার্ট থেকে ২১,০০০ টাকারও কম দামে কিনে নিতে পারবেন DELL-এর এরকমই একটি দুর্দান্ত ল্যাপটপ। ভারতে এই ল্যাপটপটির আসল দাম ৩৮,৯৯০ টাকা। তবে কোনো পুরোনো ল্যাপটপ এর বদলে এটি নিলে অর্থাৎ এক্সচেঞ্জ (Exchange) করলে আপনি ১৮,১০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়া আরো অনেক আধুনিক গেজেটের ওপর নানারকম ছাড় পেয়ে যাবেন এই সেলে। কাজেই, সাশ্রয়ের এমন সুবর্ণ সুযোগ কাজে লাগাতেই পারেন।