গুগলে ভুল সার্চ করে ৮০,০০০ টাকা খোয়ালেন দিল্লির এক ব্যক্তি
তিনি খুঁজতে গেছিলেন DTDC এর সার্ভিস সেন্টারের নম্বর
আমরা প্রতিনিয়ত গুগলে কিছু না কিছু সার্চ করেই চলেছি। রেস্টুরেন্ট থেকে শুরু করে যে কোন জিনিসের দাম সবকিছুই কিন্তু আমরা গুগলে সার্চ করে দেখে নিচ্ছি আজকাল। কিন্তু গুগল সার্চের সবথেকে খারাপ ব্যাপারটি হলো, আমরা গুগলের সার্চ এর উপরে অন্ধ বিশ্বাস করে থাকি। কিন্তু গুগলে কিন্তু অনেক সময় কিছু বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া থাকে। এ ধরনের তথ্য আপনাকে ভুল পথে চালিত করতে পারে এবং আপনার সর্বনাশ করতে পারে। ঠিক এমনটাই হলো দিল্লির একজন ব্যক্তির সাথে। গুগল সার্চের মাশুল দিতে হলো তাকে। গুগলে সাধারণ সার্চ করে তিনি খুঁজে ছিলেন কুরিয়ার কোম্পানি DTDC এর সার্ভিস সেন্টারের নম্বর। কিন্তু সার্ভিস তো দূরের কথা উল্টে তার ব্যাংক একাউন্ট থেকে হাওয়া হয়ে গেল ৮০,০০০ টাকা।
ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্য জনক। ওই ব্যক্তি বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করেছিলেন ওই কোম্পানির সার্ভিস সেন্টার নম্বর। কিন্তু তিনি পরিবর্তে পেয়ে গেলেন একটি এমন নম্বর যেটি সরাসরি একজন জালিয়াতের নম্বর। ফোন করার সঙ্গে সঙ্গে তাকে নিজেদের জালিয়াতির ফাঁদে নিয়ে নিল ওই জালিয়াতরা। তাকে একটি রিমোট অ্যাকসেস অ্যাপ্লিকেশন তার ফোনে ডাউনলোড করানো হলো। তারপর তার ফোন থেকে ওটিপি চুরি করে জালিয়াতির সরিয়ে নিল তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮০,০০০ টাকা। বর্তমানে, এই ঘটনার রিপোর্ট দায়ের করেছে পুলিশ এবং এই ঘটনার মূল অভিযুক্ত তল্লাশি চালানো হচ্ছে।