ভারতে লঞ্চ হল BMW M পারফরম্যান্স সিরিজ, দাম ৬৭.৫০ লাখ টাকা থেকে শুরু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/07/2022   শেষ আপডেট: 22/07/2022 5:49 p.m.
unsplash.com

স্পোর্ট গাড়িটি ৬.১ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা পর্যন্ত যেতে পারে

চলতি বছরের জুনে বিএমডাব্লিউ প্রকাশ করেছিল যে তাঁরা বিএমডাব্লিউ এর 'এম পারফরম্যান্স' বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রোডাক্ট পোর্টফোলিও জুড়ে ১০ টি এক্সক্লুসিভ '৫০ জাহরে এম এডিশন' ভার্সন লঞ্চ করতে চলেছে। '৫০ জাহরে এম এডিশন' ভার্সনের মেক ওভার প্রাপক প্রথম দুটি গাড়ি হল এম৩৪ওআই‌। আর‌ও ৫ টি গাড়ি রয়েছে এই তালিকায়। প্রসঙ্গত, ভারতে বিএমডাব্লিউ '৫০ জহরে এম এডিশন' এর দাম ধার্য করা হয়েছে ৬৭.৫০ লক্ষ টাকা। বিশেষ সংস্করণটি কেবল বিলাসবহুল সেডানের ৫৩০ আই এম স্পোর্টস ভেরিয়েন্টের সাথে দেওয়া হবে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড বিএমডব্লু ৫৩০আই এম স্পোর্ট এর দাম ৬৪.৫০ লক্ষ টাকা। অর্থাৎ জহরে এম এডিশনের থেকে ৩ লাখ কম।

তাহলে ৩ লাখ বেশী দিয়ে কেন কিনবেন আপনি এই গাড়ি? প্রথমত, ৫৩০ আই এম স্পোর্টসের থেকে ৫০ জাহরে এম সংস্করণে অতিরিক্ত চারটি রঙের বিকল্প থাকছে যথা - আলপাইন হোয়াইট, কার্বন ব্ল্যাক, ফাইটোনিক ব্লু বার্নিনা গ্রে অ্যাম্বার এবং আলপাইন হোয়াইট। সঙ্গে থাকছে ডার্কেনড এল‌ইডি হেডল্যাম্পস, গ্লস ব্ল্যাক কিডনি গ্রিল এবং উইন্ডো, সেইসাথে রেড ব্রেক ক্যালিপারযুক্ত ১৮ ইঞ্চির এম জেট ব্ল্যাক অ্যালয় চাকা।

এখানেই শেষ নয়, মডেলটির বাইরের অ্যালয় হুইল হাব ক্যাপগুলিতে থাকছে বিএমডব্লিউ মোটরস্পোর্ট লোগো। ভিতরের স্পোর্টিয়ার সিটগুলিকে সাজানো হয়েছে কনাক আপহোলস্ট্রি এবং সেলাই দিয়ে। সেন্টার কনসোলে একটি পিয়ানো কালো ফিনিস এবং ব্রেকে কালো সিরামিক দেওয়া হয়েছে। ক্ষমতার দিকে বলতে গেলে, গাড়িটিতে ২.০ লিটার টার্বোচার্জড চার-সিলিন্ডারযুক্ত পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ শক্তির ২৫২ এইচপি এবং 350 এনএম পিক টর্ক। পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। বিএমডাব্লিউ-এর দাবি, এই ৫৩০আই এম স্পোর্ট গাড়িটি ৬.১ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা পর্যন্ত স্প্রিন্ট করতে পারে।