এক ম্যাচে সাসপেন্ড হতে পারেন কিং কোহলি, তৃতীয় টেস্ট ম্যাচ খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা
অন ফিল্ড আম্পায়ারের সাথে দীর্ঘক্ষন বিতর্ক করলে তা লেভেল ১ বা ২ এর অপরাধ বলে গণ্য করা হয়
চিপকেতে প্রথম টেস্টে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বিরাট বাহিনী। ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে স্পিনারদের দাপটে ভারতীয় টিম ৩১৭ রানে ইংল্যান্ডকে পরাজিত করে। এই ম্যাচ জিতে ভারত ইংল্যান্ডের সাথে সমতা ফিরিয়েছে। এবার দুই দলের পাখির চোখ তৃতীয় টেস্টের দিকে। কিন্তু এরই মধ্যে ভারতীয় শিবিরে উদ্বেগ সৃষ্টি করছে যে হয়তো কিং কোহলি এক ম্যাচের জন্য নির্বাসনের মুখে পড়বেন। ফলে এখন তৃতীয় টেস্টে বিরাট কোহলির খেলা নিশ্চিত নয়।
কিন্তু কি এমন হয়েছিল যাতে ভারতীয় অধিনায়ককে নির্বাসন হতে হচ্ছে? আসলে দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেলের ডেলিভারিতে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে নট আউট দেন আম্পেয়ার নীতিন মেনন। ভারত রিভিউ করার সিদ্ধান্ত নিলেও সেখানে অন্ড ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়। আর তাতেই আম্পায়ারের সাথে ক্ষুব্ধ বাক্য বিনিময় করতে দেখা যায় কিং কোহলিকে। সেই কারণেই এবার হয়তো এক ম্যাচ থেকে নির্বাসিত হতে হবে বিরাট কোহলিকে। তবে শাস্তি হবে নাকি তা এখনো নির্ভর করছে কোহলির আচরণ নিয়ে কি রিপোর্ট জমা দেবে ম্যাচ রেফারি জভগল শ্রীনাথ। আম্পায়ারের সাথে বাজে ব্যবহার করার জন্য আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী শাস্তি হতে পারে তার। অন ফিল্ড আম্পায়ারের সাথে দীর্ঘক্ষন বিতর্ক করলে তা লেভেল ১ বা ২ এর অপরাধ বলে গণ্য করা হয়। এছাড়াও গত ২৪ মাসের মধ্যে কোহলি ডিমেরিট পয়েন্ট দুই। এরপর হয়তো তার নামের পাশে আরো ২ ডিমেরিট পয়েন্ট জুড়তে পারে। আর তেমনটা হলে তৃতীয় টেস্টে ভারতীয় অধিনায়ককে খেলতে দেখা যাবে না।