ইন্দ্রপতন: ৬০ বছরেই পরলোকে ফুটবলের রাজপুত্র মারাদোনা
দিয়াগো মারাদোনার মৃত্যুতে শোকোস্তব্ধ সারা বিশ্বের ফুটবল প্রেমীরা
ফুটবলের রাজপুত্র— বিশ্বের সর্বকালীন সেরা ফুবলারের তালিকায় অন্যতম আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো মারাদোনা আর নেই। ৮৬-র বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মূল কান্ডারী মারাদোনার জীবনে বারবারই থাবা বসিয়েছে ড্রাগস। এর আগেও একবার খুবই সংকটকালীন অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন দিয়াগো। কিন্তু এইবার ভাগ্য দেবতা হয়তো অন্য হিসাবে ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন
গত মাস ছয়েক ধরেই নানান অসুখে ভুগছিলেন মারাদোনা। এবারেও সুস্থ হওয়ার আশা তৈরি হচ্ছিলো। কিন্তু আজ নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এই কিংবদন্তির। বয়স হয়েছিল ৬০ বছর।
আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ দিয়াগো মারাদোনার মৃত্যুতে শোকোস্তব্ধ ফুটবল বিশ্ব।