গোলশূন্য ড্র কনস্ট্যান্ট, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই লাল হলুদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/08/2022   শেষ আপডেট: 25/08/2022 10:18 p.m.
ইস্ট বেঙ্গল https://twitter.com/thedurandcup/

ভিপি সুহের ও সুমিত পাসি গোলের সহজ সুযোগ নষ্ট করায় এগোতে পারল না কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যরা

অপেক্ষার আর মাত্র ৩। তারপরেই কলকাতায় হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট-মোহন ডার্বি। তার আগে বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে লড়ে আত্মবিশ্বাস ঝালিয়ে নিতে চাইছিল ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু কোথায় কি! আজ‌ও ডুরান্ড কাপে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হল লাল হলুদ টিমকে।

এদিন খেলার শুরু থেকেই দুই উইঙ্গার তুহিন দাস ও অনিকেত যাদবের সৌজন্যে আক্রমণের ভঙ্গিতে মাঠে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ভিপি সুহের ও সুমিত পাসি গোলের সহজ সুযোগ নষ্ট করায় এগোতে পারল না কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সৌভিক বক্সে লালরেমসঙ্গা কে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। দূর্দান্ত সেভ করে রাজস্থানের বারবোসা জুনিয়রকে আটকান কমলজিৎ।

মোহনবাগানের বিরুদ্ধে জয়প্রাপ্ত রাজস্থানকে আটকানোর মরিয়া চেষ্টা করে লালহলুদ। তবে ফলাফল সেই ড্র‌ই থেকে গেল। যদিও প্রথম ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোলশূন্য ড্র থাকলেও আজকের ম্যাচে সামান্য আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁদের। অপেক্ষা এখন রবিবাসরীয় মেগা ম্যাচের। দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় ডার্বি। এখন দেখার শেষ হাসি কে হাসে!