প্রশান্ত কিশোরের সঙ্গে তার ঘনিষ্ঠতা কিরকম? এবার সেই নিয়ে সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দেখে নিন প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে অভিষেকের কি মত
প্রশান্ত কিশোরের সঙ্গে প্রথমবার তার কী রকম সম্পর্ক রয়েছে সেই নিয়ে মুখ খুললেন এবারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি সংবাদমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, প্রশান্ত কিশোর কে ২০১৪ সালে যখন বিজেপি কাজে লাগিয়ে ছিল তখন কোন দোষ ছিলনা। আর যখন আমরা কাজে লাগাচ্ছি তখনই যত সমস্যা শুরু হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তার প্রশ্ন, "এই ব্যাপারটা আপনারা জিজ্ঞেস করেন না কেনো?" নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি তার বক্তব্য থেকে। তিনি বললেন, "যারা অনেক পদ নিয়ে বসেছিলেন, একাধিক জেলায় নিজের আধিপত্য বিস্তার করেছিলেন তাদের মৌরসী পাট্টা শেষ করা হয়েছে।" তার পাশাপাশি অভিষেকের বক্তব্য, আগে অবজারভার মডেলে পার্টি চললেও এখন তৃণমূলের দলে পরিবর্তন হয়েছে এই কারণে অনেকে আবার তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন।
অভিষেক এবং প্রশান্তের ঘনিষ্ঠতা সবথেকে বেশি। এই প্রশ্নের উত্তরে তিনি এই দাবি সরাসরি উড়িয়ে দিয়ে বললেন, এখানে ৭ জনের একটা কমিটি থাকে। সেখানে উপস্থিত থাকেন সৌগত রায় , ফিরহাদ হাকিম, ডেরেক ও'ব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর মত বেশ কিছু নেতা। আর তার পাশাপাশি এই সমস্ত কিছু নিয়ন্ত্রন করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রশান্ত কিশোরের অডিও টেপের প্রসঙ্গ নিয়ে তিনি বললেন, এই বিষয়টি সম্পূর্ণভাবে অর্ধসত্য দেখানো রাজনীতি চলছে। প্রসান কিশোরের সুরে সুর মিলিয়ে বললেন মূল কথার একটা অংশ কেটে ছেঁটে কোন ভাবে তৈরি করে বিজেপির প্রচার করার চেষ্টা করছে। প্রশান্তির পাশাপাশি এবার তিনি দাবি জানিয়েছেন যেন সম্পূর্ণ অডিও প্রকাশ করা হয়।