পুরভোটের আগে 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে ধনকড়
'মা ক্যান্টিনে'র বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের অর্থদপ্তরের প্রধান সচিবকে চিঠি দিলেন রাজ্যপাল
কাল কলকাতা পুরভোট (Kolkata Municipal Election 2021)। আর তার ঠিক আগেই রাজ্য সরকারের (West Bengal Government) সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar)। এবার সরকারের 'মা ক্যান্টিনে'র বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের অর্থদপ্তরের প্রধান সচিবকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুধু চিঠি নয়, এক সপ্তাহের মধ্যেই জবাব দিতে কড়া নির্দেশ রাজ্যপালের।
জবাব তলবের চিঠি পোস্ট করে শনিবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল। তাঁর দাবি, ১ এপ্রিল, ২০২১ থেকে প্রকল্প চালুর কথা ছিল। বাস্তবায়নে বরাদ্দ হয়েছিল ১০০ কোটি টাকা। কীভাবে দেড় মাস আগেই প্রকল্প চালু হল, সে প্রশ্ন তোলেন রাজ্যপাল।
রাজ্যপাল ‘মা ক্যান্টিন’ নিয়ে প্রশ্ন তুলে ভুল কিছু করেননি বলেই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। যদিও রাজ্যপালের টুইটের তীব্র বিরোধিতা করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এ বিষয়ে সাফ জানান, "পুরভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যপাল এ কাজ করেছেন। সাধারণ মানুষ চক্রান্তের জবাব রবিবার ভোটবাক্সে দেবেন।"