WB Budget 2022: রাজ্য বাজেটের সাতকাহন, পেশ করবেন নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
বাজেট পেশে অশান্তির আশঙ্কা বিজেপির, প্রস্তুত তৃণমূল কংগ্রেস
আজ রাজ্য বিধানসভায় বাজেট (Budget) পেশ করবেন নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ ঘিরে রীতিমতো তুঙ্গে জল্পনা। এদিকে গত কয়েক দিন বিধানসভায় আগ্রাসী ভূমিকা নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। আজও তার অন্যথা হবে কী না সন্দেহ। সেদিকেও খেয়াল রাখছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। বাড়তি ঝুঁকি নিতে শাসক দলের তরফে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।
এক নজরে আজকের বাজেটের গুরুত্বপূর্ণ দিক :
● নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এটাই হবে প্রথম বাজেট পেশ। দিন দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পূর্ণ অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
● বিধানসভায় বাজেট ঘিরে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তুমুল হট্টগোলের সম্ভাবনা।
● আজকের বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ১০০ শতাংশ উপস্থিতি খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে সূত্রের খবর।
● পরিকাঠামো, নির্মাণ, শিল্প এবং কর্মসংস্থানে জোর দেওয়ার প্রবল সম্ভাবনা।
● রাজ্য সরকারের চালু প্রকল্পগুলির বরাদ্দ বৃদ্ধি পেতে পারে।
● কোষাগারে আর্থিক সংকট থাকা সত্ত্বেও গ্রামীণ এলাকার উন্নয়নে বাড়বে অর্থ বরাদ্দ।
● আজকের বাজেটে সরকারের নতুন জনমুখী প্রকল্পের চমক থাকতে পারে।
বিধানসভায় রাজ্য বাজেট ঘিরে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির প্রতিরোধ আটকাতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে আজকের বিধানসভার বাজেট ঘিরে যে তুমুল হট্টগোলের সম্ভাবনা, বলাই বাহুল্য।