আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে তৃণমূল কংগ্রেস? বাড়ছে জল্পনা
বনগাঁ থেকে কাঁথি পুরভোটে প্রার্থী বিক্ষোভ অব্যাহত তৃণমূলে
আইপ্যাকের (I-PAC) সঙ্গে কি এবার সম্পর্ক ছিন্নের পথে তৃণমূল (TMC)? সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে নাকি উদ্যোগ শুরু হয়েছে। খুব শীঘ্রই নাকি আইপ্যাকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, সম্প্রতি পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে ফের নানা বিতর্ক তৈরি হয়েছে। বনগাঁ থেকে কাঁথি বিভিন্ন পুরসভায় রীতিমতোই প্রার্থী বদল নিয়ে আন্দোলন শুরু করেছে নিচুতলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কাঁথি পুরসভায় রীতিমতো বিক্ষোভ সমাবেশ চলছে। তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের অভিযোগ, দাদার অনুগামীদের (পড়ুন শুভেন্দু অধিকারী) কাঁথিতে প্রার্থী করা হয়েছে। এমনকী নাকি 'বহিরাগতদের' প্রার্থী করা হয়েছে। যা নিয়ে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই চরম অসন্তোষ দলের মধ্যে। আর এরমধ্যেই আইপ্যাকের সঙ্গে নাকি সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনই একটি গুঞ্জন নাকি তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে উঠে আসছে বলে সূত্রের খবর।
আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর (Prashant Kishore) বা পিকে পশ্চিমবঙ্গে ২০১৯ লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধে। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ক্রম উত্থানের পর তৃণমূলের অন্দরে তীব্র আলোড়ন তৈরি হয়। আর তারপরেই প্রশান্ত কিশোরের আইপ্যাক মাঠে নামে। আর যার ফলশ্রুতিতেই নাকি ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রেকর্ড উত্থান।
ওয়াকিবহাল মহলের অভিমত, একুশের বিধানসভা এমনকী হালের পুরনিগমের নির্বাচনেও নাকি আইপ্যাকের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। অনেকেই নাকি আইপ্যাকের সঙ্গে গোপন আঁতাত তৈরি করে প্রার্থীপদ পেয়েছেন, এমন অভিযোগ করতে শোনা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আর যার ফলেই নাকি বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে রীতিমতোই শোরগোল তৈরি হয়েছে। আর তার ফলেই নাকি আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে তৃণমূল কংগ্রেস। যদিও গোটা ঘটনাই জল্পনা। এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোন অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি।