রাত পোহালেই মমতার নতুন মন্ত্রিসভার শপথ, দেখে নিন কারা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/05/2021   শেষ আপডেট: 09/05/2021 8:37 p.m.
twitter.com/BanglarGorboMB

আগামীকাল সকাল ১১ টায় বিধানসভাতে রাজ্যের মন্ত্রীরা শপথ নেবে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জিতে ইতিমধ্যেই তৃণমূল (Trinamool) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত বুধবার মুখ্যমন্ত্রী (CM) হওয়ার শপথগ্রহণ (Oath) করেছেন। এছাড়া বিধায়করাও ইতিমধ্যে শপথ নিয়েছেন। এবার আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভা তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই সমস্ত দিক থেকে বিচার করে নতুন মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করে নিয়েছে। আগামীকাল বেলা ১১ টায় রাজ্যের মন্ত্রীরা শপথ নেবেন। শপথ নেওয়ার পরে কাল বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। কিন্তু এখন বঙ্গ রাজনীতিকে জল্পনা চলছে যে কে কোন মন্ত্রী হতে চলেছেন?

দলীয় সূত্রে জানা গিয়েছে যে, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যদপ্তর থাকবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। অর্থমন্ত্রী হবেন অমিত মিত্র। এছাড়াও এই দপ্তরের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে অভিরূপ সরকারের। সেই ক্ষেত্রে অমিত মিত্রকে উপদেষ্টা করে রাখা হবে। তারকা প্রার্থীদের মধ্যে জুন মালিয়া বা রাজ চক্রবর্তী কেউ একটা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। খাদ্যমন্ত্রী থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া মুর্শিদাবাদ মালদহ জেলা থেকে যেহেতু একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রচুর পরিমাণে আসন পেয়েছে সেই ক্ষেত্রে সুব্রত সাহা ও অপূর্ব সরকার মন্ত্রী হতে পারেন। এছাড়া নন্দীগ্রামে অধিকারী পরিবারের ঘোরতর বিরোধী অখিল গিরি মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। উত্তর ২৪ পরগনা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ও পরিবহন মন্ত্রী হিসেবে মদন মিত্র জায়গা করে নিতে পারেন। এরপর আগামীকাল মন্ত্রিসভার তালিকায় কারা কারা জায়গা পেল সেটাই দেখার।