এবার ‘বাংলাদেশী’ নিশীথকে সংসদে বয়কট করার হুঁশিয়ারি দিলো তৃণমূল
যদিও দিনহাটার বিজেপি সাংসদ ও সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক লোকসভার খাতায় কলমে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর নবনির্মিত মন্ত্রিসভার কনিষ্ঠতম মন্ত্রীকে। সম্প্রতি দিনহাটার বিজেপি সাংসদ এবং কেন্দ্রিয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে ‘বাংলাদেশী’ নাগরিক হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। আর সেই অভিযোগ হাতিয়ার করে রাজনীতির ময়দানে কোমর বেধে নেমে পরে তৃনমূল কংগ্রেস। তারই প্রতিফলন দেখা গেল আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে। অধিবেশনের শুরুতেই লোকসভার প্রবীন তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় অন্যান্য বিষয়ের সাথে নিশিথের ‘নাগরিকত্ব’ নিয়ে প্রশ্ন তোলেন। যার জেরে তুমুল হইচই শুরু হয় লোকসভায়।
প্রসঙ্গত, আজ সংসদ স্থগিত করার পরে তৃনমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানান, তাঁদের দল কোনোভাবেই একজন ‘বাংলাদেশী’ নাগরিক কে লোকসভা বা রাজ্যসভার কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না। ডেরেক এও জানান, যখনই নিশীথ প্রামানিক সংসদে উপস্থিত থাকবেন তখনই তাঁদের দল এই বিষয়ে সোচ্চার হবে।
যদিও এ বিষয়ে নিশীথ প্রামানিকের সাথে যোগাযোগ করতে গেলে তিনি কোনো সদুত্তর দেননি।