বিজেপিতে যোগ দেওয়ায় স্কুল থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল নিউটাউনে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2021   শেষ আপডেট: 03/02/2021 6:31 p.m.
তৃণমূল-বিজেপি

ঘটনার সঠিক তদন্ত ৪৮ ঘন্টার মধ্যে না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি গেরুয়া শিবিরের

যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক দ্বন্দ্ব ও হাতাহাতি। প্রায় প্রতিদিন কোথাও-না-কোথাও শাসক দলের সাথে গেরুয়া শিবির কর্মীদের ঝামেলার দৃশ্য খবরের শিরোনামে আসছে। এবার খোদ কলকাতার রাজারহাটের এক স্কুলে বিজেপিতে যোগ দেওয়া স্কুল পরিচালন কমিটির সদস্যকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল শাসকদলের সর্মথকরা। জানা গিয়েছে, রাজারহাট ভাতিন্ডা আন্নাকালী স্মৃতি মন্দির গার্লস হাই স্কুলের পরিচালন কমিটির সদস্য মহম্মদ আনোয়ার হোসেন। সে বিজেপিতে যোগ দেওয়ায় তার ওপর স্কুলে পরিচালন কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার চাপ ছিল। সেইমতো ৩০ জানুয়ারি পদত্যাগপত্র জমা দিতে স্কুলে গেলে তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হেনস্থা ও নিগ্রহ করে। বর্তমানে হেনস্তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

মহম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন যে তিনি ৩০ জানুয়ারি স্কুলের পরিচালন কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্কুলে যান। সেখানে তিনি পৌঁছাতেই ৭ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের পরে। তারপর তাকে কলার ধরে টেনে চেয়ার থেকে তোলা হয়। তারপর স্লোগান দিতে দিতে থাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করে দেওয়া হয়। এমনকি স্কুল থেকে বেরোনোর পর তার পিছনে ধাওয়া করা হয় বলে তিনি অভিযোগ জানিয়েছেন। অবশ্য এই ঘটনার কথা অস্বীকার করেছেন রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর। অন্যদিকে ঘটনার সঠিক তদন্ত না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।