বিধায়ক পদ থেকে ইস্তফা; শুভেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে
পদ্মফুলেই কি তবে ভিড়ছেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারীর একের পর এক রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অতি সম্প্রতি একাধিক মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার পর এবার তৃণমূলের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন ডাকসাইটে এই নেতা। আজ বিধানসভায় পৌঁছে মানন্দীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু।
ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শীঘ্রই দিল্লি উড়ে যেতে পারেন তিনি। যদিও এখনই এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে সরাসরি মুখ খোলেন নি তিনি। তবে, বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলের একের পর এক পদ থেকে এভাবে ইস্তফা দেওয়া যে শুভেন্দুর বিজেপিতে যোগদানেরই পূর্বাভাস তা নিয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।
আরও পড়ুন
তৃণমূলের যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন শুভেন্দু। তাঁর রাজনৈতিক কেরিয়ারের আগামী পদক্ষেপ কি হবে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।