নাম নেই বিজেপির প্রার্থী তালিকায়, অপমানিত হয়ে দলত্যাগ শোভন-বৈশাখীর
বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী তালিকায় নাম এসেছে অভিনেত্রী পায়েল সরকারের, অথচ নিজের কেন্দ্রে নাম নেই শোভনের
দলবদলের রাজনীতিতে ফের উড়ো খবরে শিলমোহর। বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। কাজেই, অপমানিত হয়ে দল ছাড়লেন শোভন-বৈশাখী।
সাংবাদিক সম্মেলন করে তৃতীয় এবং চতুর্থ দফার ৬৩টি আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ এখনও পর্যন্ত ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর তাতেই বিশেষ চমক। প্রার্থী তালিকায় তৃণমূলের মতোনই নাম রয়েছে তারকাদের। আর সেই মতোনই বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী তালিকায় নাম এসেছে অভিনেত্রী পায়েল সরকারের। অথচ নিজের কেন্দ্রে নাম নেই শোভনের। আর এতেই অপমানিত হয়ে দল ত্যাগ করলেন শোভন-বৈশাখী।
সূত্রের খবর, ইতিমধ্যেই নেতৃত্বকে দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখী। ঘনিষ্ঠ মহলে শোভন জানিয়েছেন, বেহালা পূর্বের প্রার্থীকে পছন্দ হয়নি তাঁর। তাই এই সিদ্ধান্ত। এরপরেই ফেসবুকে একটি পোস্ট করেন বৈশাখী। তিনি লিখেছেন, "ষড়যন্ত্রকারীরা সফল হবে না। আমরাই জিতবো। বেহালা পূর্বের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।"