হাইকোর্ট নারাজ ভোট পরবর্তী হিংসার জন্য তদন্তকারী দল গঠনে, খারিজ কেন্দ্রের প্রস্তাব
রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক, আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার যথাযথ ভূমিকা পালন করেছে : হাইকোর্ট
ভোট পরবর্তী হিংসা নিয়ে সংঘাতে রাজ্য এবং কেন্দ্র। বাদ যায়নি রাজ্যপাল। তবে এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্র। কেন্দ্র থেকে আসা বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta HC) থেকে সাফ জানানো হল, "এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার যথাযথ ভূমিকা পালন করেছে। তাই সিট গঠনের প্রয়োজন নেই।"
উল্লেখ্য, বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অন্য এক আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। এই মামলার শুনানির জন্য ৫ বিচারপতির এক সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে। এই মামলার অন্যতম পক্ষ ছিল কেন্দ্র সরকার। কাজেই কেন্দ্রের তরফে বলা হয়েছিল, পক্ষপাতহীন তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক।
এরপরেই হলফনামা পেশ করে রাজ্য জানিয়েছে, "যে কোনও হিংসার ঘটনায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে তদন্তও হয়েছে। এই মুহূর্তে রাজ্যে কোনও হিংসা নেই।" কিন্তু এই হলফনামার বিরোধীতা করেছেন মামলাকারীরা। যার জেরে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নিয়ে ফের আগামী সোমবারের মধ্যে পালটা হলফনামা চেয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।