পুলিশ মেরে ফাটিয়ে দিচ্ছে, চাকরি চাইতে মিছিল করা যাবেনা, রাজ্য সরকারের বিরুদ্ধে শ্লেষ বর্ষালেন স্বস্তিকা
বাম ছাত্র যুব সংগঠনের মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য স্বস্তিকার
বাম ছাত্র যুব সংগঠনের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেজায় ক্ষুব্ধ স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক মাধ্যম টুইটারে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, "পুলিশ মেরে ফাটিয়ে দিচ্ছে। কোন কিছু নিয়ে প্রতিবাদ করা যাবে না। এখানে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলা যায়না। রাজনৈতিক অনুমোদন ছাড়া কি কেউ প্রতিবাদ করতে পারবে না?"
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে করা হয়। সেই অভিযানে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় বাম কংগ্রেস যুবনেতাদের। সেই ভিড়ের মধ্যে ছিলেন সিপিএম বিধায়ক তথা বাম ছাত্র নেতা ইব্রাহিম আলী। পুলিশ ইব্রাহিমসহ পাঁচজনকে পুলিশের ভ্যানে তুলে। সেই সময় বেশ কয়েকজন বাম কর্মী খেলা হবে স্লোগান দেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। নবান্নের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় বাম সমর্থকদের। বাম সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তারা ব্যারিকেড ভেঙ্গে ছিলেন। প্রথমজনকে আমার এবং টায়ার গ্যাস, এবং পরে লাঠি চার্জ করার পরে বাম সর্মথকরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১২ গন্ডার জন্য বাংলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বামফ্রন্ট।