মিটে গেছে সমস্যা? শুভেন্দুর মন্ত্রীত্বে ফেরা শুধুই সময়ের অপেক্ষা?

তুফান সিংহরায়
প্রকাশিত: 02/12/2020   শেষ আপডেট: 02/12/2020 6:24 a.m.
শুভেন্দু অধিকারী

মঙ্গলবার অভিষেক-পিকে-শুভেন্দু বৈঠকে উঠে এলো রফাসূত্র

মঙ্গলবার কলকাতায় তৃণমূলের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোর এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। এই বৈঠকেই নাকি পাওয়া গেলো রফাসূত্র। পদত্যাগ করলেও দলত্যাগ করছেন না শুভেন্দু অধিকারী।

জানা যাচ্ছে এইদিন বৈঠকে অভিষেকের ফোন থেকে মুখ্যমন্ত্রীর সাথে কথাও বলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সামনের কঠিন ভোটে একসাথে লড়ার বিষয়ে সচেতন করেন শুভেন্দুকে। বৈঠক শেষে সৌগত রায় বলেন, “কিছু সমস্যা ছিলো। মিটে গেছে সব। শুভেন্দু দলেই থাকছে। আমরা সবাই দলকে ভালোবেসে একসাথেই কাজ করতে চাই।”

শোনা যাচ্ছে শুভেন্দু এইদিন বৈঠকে বলেন, তিনি দলে একজনের কথা শুনে কাজ করতে রাজি আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্যকারো কথা তিনি শুনতে প্রস্তুত নন। প্রশান্ত কিশোরও যেন তাঁর এলাকায় হস্তক্ষেপ না করেন সেই ব্যাপারে নিশ্চিত করতে বলেন শুভেন্দু।

এখন দেখা যাক, শুভেন্দুর ত্যাগ করা পদগুলি- মন্ত্রকগুলি কি তাঁকে ফিরিয়ে দেওয়া হয় নাকি। সময় বলুক।