কলকাতায় বিজেপির পর্যবেক্ষক শোভন, পাশে বান্ধবী বৈশাখী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/12/2020   শেষ আপডেট: 28/12/2020 5:26 a.m.
@twitter

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কলকাতার পর্যবেক্ষণ হচ্ছে শোভন, সহ পর্যবেক্ষক বৈশাখী

এবারে সরাসরি বিজেপির হয়ে মাঠে নামতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সাথে থাকবেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এদিন কলকাতা বিজেপির পর্যবেক্ষক পদে স্থান দেওয়া হল শোভন চট্টোপাধ্যায়কে। সাথেই কলকাতার সহ পর্যবেক্ষক করা হলো বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে।এতদিন ধরে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে বিজেপির হয়ে কোন প্রচারে দেখা যাচ্ছিল না। তাদের মধ্যে বিজেপির বিরুদ্ধে ছিল একটা চাপা ক্ষোভ। পরিস্থিতি এত খারাপ হয়েছিল যে গভীর রাতে তাদের বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।

এবার সেই কারণেই, শোভন চট্টোপাধ্যায় কে বিজেপির হয়ে ময়দানের নামানোর জন্য পদক্ষেপ গ্রহণ করল বঙ্গ বিজেপি। উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলাতে কাজ করে এসেছেন। পাশাপাশি তিনি কলকাতার দীর্ঘদিনের মেয়র ছিলেন। এই কারণে কলকাতা কাজ করতেই তার বেশি সুবিধা হবে বলে তিনি প্রথম থেকেই জানিয়ে আসছিলেন। পাশাপাশি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গীনি। তাই শোভনের সান্নিধ্যে থাকলে বৈশাখীর রাজনৈতিক কাজকর্ম আরো ভালো হবে বলে বঙ্গ বিজেপির মতামত। এই কারণেই আজ বঙ্গ বিজেপি তরফে শোভনকে দেওয়া হলো কলকাতার অবজারভার এর পদ, এবং বৈশাখী বলেন কলকাতার কো অবজারভার। তাদের এই দুই নতুন পদ প্রাপ্তি নিয়ে খুশির হাওয়া তাদের ঘনিষ্ঠ মহলে।