তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ

রিচা রায়
প্রকাশিত: 21/12/2020   শেষ আপডেট: 21/12/2020 4:01 p.m.
twitter @AITCofficial

তৃণমূল ভবনে এসে সাংবাদিকদের সামনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সুজাতা খাঁ

সোমবার তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ। সুজাতার হাতে তৃণমূলের পতাকা হাতে তুলে দেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।এদিন তূণমূলে যোগ দিয়ে সুজাতা বলেন,যে দলের জন্য তিনি নিজের রক্ত ঝরিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন সেই দলে তিনি যোগ্য সম্মান পাচ্ছেন না। তাই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

তৃণমূল ভবনে সাংবাদিক দের মুখোমুখ হয়ে সুজাতা বলেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারেনা। এমন হতে পারে সৌমিত্র খাঁ নিজেও আমার সিদ্ধান্তে সামিল হবেন। কিংবা বিজেপির রাজ্য সভাপতিও যে যোগ দেবেন না তার কোন গ্যারান্টি নেই'। সাংবাদিকের তরফে সৌমিত্র খাঁকে নিয়ে প্রশ্ন করলে সুজাতা বলেন ' পরিবার আর রাজনীতি কখনও একসঙ্গে থাকতে পারেনা, দুটো সম্পূর্ন আলাদা বিষয়'।