কয়লাকান্ডে নয়া মোড়, অভিষেকের স্ত্রী ও শ্যালিকার পর এবার নোটিশ পেল শ্যালিকার স্বামী ও শ্বশুর
সবুজ সাথীতে দূর্নীতির পর, এবার কয়লাপাচার কাণ্ডে নাম অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুরের!
কয়লাপাচার কাণ্ডে নয়া মোড়, কয়লাকান্ডের ইস্যুতে এবার সিবিআইয়ের তরফে নোটিশ পেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী অঙ্কুশ অরোরা। সূত্রে খবর, ১৫ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। এমনকি অঙ্কুশের বাবা পবন আরোরাকেও একই দিনে হাজিরা দিতে বলা হয়েছে। তবে কয়লাপাচার কাণ্ডের সাথে অঙ্কুশ আরোরা এবং তাঁর বাবার ঠিক কতখানি যোগ আছে, তা নিয়ে মুখে খুলতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।
উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ২২ফেব্রুয়ারি রুজিরার বোন মেনকাকেও প্রায় আড়াই ঘণ্টা জেরা করে সিবিআই। এমনকি তাঁদের অ্যাকাউন্ট থেকে যাবতীয় লেনদেনও খতিয়ে দেখা হয় সেই সময়। কাজেই, কয়লাচোর, ত্রিপলচোর, চালচোর এসব কিছু নিয়ে গেরুয়া শিবির প্রায়শই নিজেদের জনসভা থেকে তৃণমূলকে কটাক্ষ করেছেন।
তবে সম্প্রতি মেনকার স্বামী অঙ্কুশ এবং তাঁর বাবা পবনের কথা উঠে আসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে। গত ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘‘মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরা, আর অঙ্কুশ অরোরার বাবা পবন অরোরা। সবুজ সাথীর সাইকেল এরা সরবরাহ করে। আর তাই সাইকেল সারিয়ে তবেই চালাতে হয়।’’
এরপরেই সিবিআইয়ের সূত্রে মেনকার স্বামী ও শ্বশুরের নাম উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।