করোনা আবহে অন্য ভাবে পালিত হল শহীদ দিবস
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার পর ২১ শে জুলাই ঐতিহাসিক শহীদ স্মরণ সভা হবে – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অতিমারীর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ২১ শে জুলাই শহীদ স্মরণে আয়োজিত ওয়েব প্ল্যাটফর্মে স্বমহিমায় নিজের বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে আমফান প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের গৃহীত পদক্ষেপ থেকে শুরু করে, যুব সমাজের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা এবং সর্বোপরি কেন্দ্রের শাসক দল বিজেপিকে কামান দাগা কোনো কিছুই বাদ পড়লোনা।