জোড়াবাগানে মৃতার ঘরে গেলেন শশী পাঁজা, বাইরে মমতার পদত্যাগের দাবি অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2021   শেষ আপডেট: 05/02/2021 6:35 p.m.
অগ্নিমিত্রা শশী পাঞ্জা @twitter

বিজেপির এমন ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে জানালেন শশী পাঁজা

কলকাতার বুকে জোড়াবাগানে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে। এবার এই ঘটনায় লাগলো রাজনীতির রং। আজ শুক্রবার মৃত নাবালিকার বাড়িতে গিয়েছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। অপরদিকে একই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। দুজনের একই সময় উপস্থিতিতে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে সকালে বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল জোড়াবাগান থানায় যান এবং থানা ঘেরাও এর কর্মসূচি গ্রহণ করেন। তার অভিযোগ, "শাসক দল পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে।"

সকালে থানা ঘেরাও কর্মসূচির পর মৃতের বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। তবে সেই সময় তার ঘরে ছিল তৃণমূল নেত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। দুজনের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অগ্নিমিত্রা পাল সাফ জানিয়ে দেন যে মৃতার মায়ের সাথে দেখা না করে তিনি ফিরবেন না। এদিন তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে। কলকাতার মতো জায়গায় সিসিটিভি নেই এটা মানা যায় না। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে প্রকল্প উদ্বোধন করছে কোটি কোটি টাকার। আসলে তৃণমূল শাসিত রাজ্যে অপরাধকে আড়াল করতে অন্যজনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়।" এছাড়াও তিনি এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘটনা প্রসঙ্গে পদত্যাগ করার দাবি করেন।

অন্যদিকে মৃতার পরিবারের সাথে দেখা করার পর শশী পাঁজা ঘটনা প্রসঙ্গে বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি বলেন, "এমন ঘটনা এসে বিজেপি রাজনীতি করতে চাইছে। এটা একদমই উচিত না।" সেইসাথে তিনি জানিয়েছেন, "জোড়াবাগানকাণ্ডে সন্দেহভাজন এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের কাজ দ্রুতগতিতে করছে পুলিশ।"