“রাজ্যে রোহিঙ্গারা স্বাগত আর মোদী বহিরাগত?”— তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতারা
তাদের সর্বভারতীয় নেতাদের ‘বহিরাগত’ তকমা দেওয়ার পাল্টা দিলেন দিলীপ ঘোষরা
বিধানসভা ভোটের আগে রাজ্যে তাদের সংগঠনের শক্তি বাড়াতে ভিন রাজ্যের নেতাদের এনেছে বিজেপি। আর এই ঘটনার পর থেকেই তাদের বারবার ‘বহিরাগত’ তকমা এঁটে দিয়েছেন তৃণমূল নেতারা। আর এই প্রসঙ্গেই তৃণমূল নেতাদের তীব্র সমালোচনা করলেন দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদাররা। দিলীপ ঘোষ বললেন, “আমাদের নেতারা সংগঠন মজবুত করার কাজে এসেছেন। বারবার আসবেন। পিকে কে? পশ্চিমবঙ্গের সাথে তার সম্পর্ক কি? মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বিহার, উত্তরপ্রদেশ, অসম গেছেন? ওখানে উনিও বহিরাগত?” এখানেই থামেননি দিলীপ। তিনি আরও বলেন, “ওরা তো রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডেকে এনেছে। আমরা তো শুধুই সর্বভারতীয় নেতা ডেকেছি ভোটের প্রচারে।”
এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “দিল্লি উত্তরপ্রদেশ থেকে কেউ এই রাজ্যে এলে তাঁর ভিসা পাসপোর্ট লাগবে নাকি? এটা পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম বাংলাদেশ? যে এখানে রোহিঙ্গা স্বাগত আর মোদী বহিরাগত?”