বেআইনি অস্ত্র ব্যবসা এবং খুনের অভিযোগে খোদ হাওড়া থেকে গ্রেফতার ১
ধৃতের নাম প্রভাত দাস
বেআইনি অস্ত্র ব্যবসা এবং খুনের অভিযোগে খোদ হাওড়া থেকে গ্রেফতার এক। ধৃতের নাম প্রভাত দাস। এলাকার সকলের কাছে তিনি আলু নামে পরিচিত। জানা যাচ্ছে, হাওড়ার গোপন ডেরায় বসে বেআইনি অস্ত্রের রমরমা ব্যবসা করতেন তিনি। সেইসঙ্গে ব্যবসায়িক সঙ্গীকে খুনও করেছে প্রভাত দাস। লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিক, ওয়াটগঞ্জ এবং মুনশিগঞ্জ থানার পুলিশের যৌথ অপারেশনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রভাত ওরফে আলুর বেআইনি অস্ত্রের ব্যবসা রয়েছে। সোমবার রাতে সে মুনশিগঞ্জে এসেছিল আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হাওড়ার বাঁকসাড়া এলাকায় তল্লাশি চালায় লালবাজার পুলিশ।
তখনই গ্রেফতার হন ওই ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় পিস্তল ও কার্তুজ। অস্ত্র কেন নিজের কাছে রাখছে, তা নিয়ে পুলিশ প্রশ্ন করলে ওই ব্যক্তি যুক্তিপূর্ণ কোনও উত্তর দিতে পারেনি। এরপরই তাঁকে আটক করা হলে, একের পর এক অপরাধ কবুল করে প্রভাত, দাবি পুলিশের। তার বিরুদ্ধে অস্ত্র আইনের দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে ওয়াটগঞ্জ থানায়।