আইকোর মামলায় ফের তলব পার্থ চট্টোপাধ্যায়কে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2021   শেষ আপডেট: 14/04/2021 2:01 p.m.
twitter @itspcofficial

আইকোর মামলা : সিবিআইয়ের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব

আইকোর মামলায় ফের তলব রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।সিবিআইয়ের নোটিশের আবার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে অর্থলগ্নিকারী সংস্থার নানা মঞ্চে দেখা গিয়েছিল তাই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

মার্চের দ্বিতীয় সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। বলা হয়েছিল ১৫ মার্চের মধ্যে সিবিআইয়ের সদর দপ্তরে হাজিরা দিতে হবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেননি, এমনকি সেই নোটিশের কোনো জবাব দেননি। তাই ফের সিবিআই দপ্তর থেকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এই নোটিশের জবাব হিসেবে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাঁর পক্ষে দেখা করা সম্ভব নয়। তবে এবার সিবিআইয়ের পাশাপাশি ইডিও পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠালো। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ পাঠিয়েছে। আগামী সপ্তাহে দু'জনকেই সিজিও কমপ্লেক্সে দেখা করার কথা বলা হয়েছে।