দীর্ঘদিন মেলেনি অভিনয়ের সুযোগ, তবুও হিরণের হলফনামায় সম্পত্তির পরিমাণ ৪ কোটি পার!
দীর্ঘদিন হাতে ছবি ছিল না হিরণের, বর্তমানেও নেই, তবুও কোটিতে বিরাজমান হিরণ!
ভোটের মুখে সদ্য গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছেন হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ্যায়। এ বারের নির্বাচনে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি হিরণ। এই আসন থেকেই ২০১৬ সালে জিতে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। কাজেই হিরণের জন্য মনপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। উলুবেড়িয়ার বাসিন্দা হিরন বর্তমানে স্ত্রী ও মেয়ের সঙ্গে আনন্দপুর থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে থাকেন।
প্রার্থী হতেই নির্বাচন কমিশনের কাছে তিনি নিজের সম্পত্তির যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে কোটিতে বিরাজ করেন হিরণ। এদিকে দীর্ঘদিন হাতে ছবি ছিল না হিরণের, বর্তমানেও নেই। তবুও কোটিতে বিরাজমান হিরণ! জানা গিয়েছে, পূর্বে অভিনয়ের সাথে যুক্ত থাকলেও, অভিযোগ বর্তমানে ইন্ডাস্ট্রি কোনো কাজের অফার দিচ্ছে না। তবে হিরণ নিজে একজন সফল ব্যবসায়ী। তেমন তাঁর স্ত্রীও চাকরি করার পাশাপাশি ব্যবসা করেন।
কাজেই হলফনামা অনুযায়ী, হিরণের কাছে নগদ রয়েছে ২ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে ২০ হাজার টাকা। হিরণের নামে একটি গাড়ি রয়েছে, যার বর্তমান মূল্য ৭ লক্ষ ৬৮ হাজার টাকা। স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। হিরণের ৪ লক্ষ টাকার সোনা রয়েছে, ওদিকে স্ত্রীর গয়নার বাজারদর ৬ লক্ষ টাকা। এছাড়াও ২০১৯-২০ আর্থিক বছরে হিরণ্ময় চট্টোপাধ্যায়ের মোট আয় ৭ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা। এবং তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মোট আয় ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা ছিল। একাধিক ব্যাঙ্কে সঞ্চয় রয়েছে হিরণ এবং তার স্ত্রীর নামে। বিনিয়োগের বহরও প্রচুর। বহু বন্ড, শেয়ার, এনএসএস এবং মিউচুয়াল ফান্ডে টাকা ঢেলেছেন হিরণ। এলআইসি, ডাকঘর, জীবনবিমাতে বিনিয়োগ করেছেন ৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা এবং তাঁর স্ত্রীর বিনিয়োগ ২ লাখ ৫০ হাজার টাকা।
২০১০ সালে হরিদেবপুরে ১ হাজার ১১০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। যার বর্তমান বাজার মূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া কসবায় ৯৭২ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন ২০১৫ সালে। যার বর্তমান মূল্য ৯০ লাখ টাকা।
বিভিন্ন সংস্থা থেকে হিরণ মোট ৬৪ লাখ ৫৬ হাজার ১১৪ টাকা ঋণ নিয়েছেন। তাঁর স্ত্রীর ঋণের বোঝা ১১ লাখ ৫৭ হাজার ৭২ টাকা। এছাড়া, বিজেপি প্রার্থী (BJP) হিরণের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।