ষষ্ঠীর সকালে বাঙলায় শারদীয়া বার্তা মোদীর, গান বাবুলের, নাচ ডোনার
বাংলার প্রশংসায় পঞ্চমুখ মোদী দিলেন নতুন সূর্যোদয়ের ডাক
মহাষষ্ঠীর সকালে বাংলায় ভাষণ দিয়ে বাঙালির দুর্গাপুজোর আবেগকে উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কলকাতায় অনুষ্ঠানের সূচনা হয় বাবুল সুপ্রিয়র গাওয়া রবীন্দ্রসঙ্গীত এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিবেশিত নৃত্যানুষ্ঠান দিয়ে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী যোগ দেন এই অনুষ্ঠানে।
বাংলায় বক্তব্য শুরু করে তাঁর গলায় বারবার উঠে আসে দুর্গাপুজো, বাঙালির আবেগ, এবং রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উত্তমকুমারের মত বহু বাঙালি নক্ষত্রের নাম। এখানেই থেমে না থেকে তিনি উল্লেখ করেন নারীশক্তি ও নারী ক্ষমতায়নের কথা। প্রধানমন্ত্রী এদিন কার্যত বাংলায় নবোসূর্যোদয়ের আহ্বান জানান তাঁর দলের নেতা-নেত্রী ও সাধারণ মানুষের প্রতি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়, বাঙালির দুর্গাপুজোর আবেগকে উসকে দিয়ে ও নারীক্ষমতায়নের কথা বলে রাজনীতি করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, কিন্তু এভাবে বাংলার মানুষের মন পাওয়া যাবেনা।