বিধানসভা ভোট শিয়রে, একদিনে নবান্ন থেকে অনুমোদন পেল ৩০০ প্রকল্প

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2021   শেষ আপডেট: 05/02/2021 3:15 p.m.
-

গতকাল বৃহস্পতিবার নবান্ন ৩০০ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে এবং আজ শুক্রবারে আরও ১০০ টি প্রকল্প অনুমোদন পেতে পারে

একুশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এরপর যেকোনো দিন জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করতে পারে। এই ঘোষণা হয়ে গেলে কোন নতুন প্রকল্পের অনুমোদন দিতে পারবে না রাজ্য বা কেন্দ্র সরকার। তাই এখন জরুরি ভিত্তিতে নবান্ন কাজ শুরু করে দিয়েছে বকেয়া প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য। স্বরাষ্ট্র দপ্তরের খবর অনুযায়ী, গতকাল অর্থাৎ শুধুমাত্র বৃহস্পতিবারে নবান্ন ৩০০ টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে। নবান্ন জানিয়েছে, সরকারি পাড়ায়-পাড়ায় সমাধান প্রকল্পে মোট ১০১৮০ টি প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছিল। এর জন্য রাজ্য সরকার খরচ হয়েছে মোট ৯০০ কোটি টাকা। এরমধ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে ২৩৬২ টি প্রকল্পের কাজ। এখন চলছে ৩৮০২ টি প্রকল্প। এছাড়াও রাজ্য সরকার ৪০৬ টি প্রকল্পের কাজে নামতে চলেছে। গতদিন ৩০০ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে নবান্ন। আজ আরও ১০০ টি প্রকল্পের অনুমোদন আজ দিতে পারে রাজ্য সরকার।

প্রসঙ্গত, আগামী রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ভোটের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বকেয়া কাজ মেটানোর জন্য সময় আছে মাত্র চার পাঁচ দিন। তাই এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোরকদমে। অন্যদিকে, এত দ্রুততার সাথে কাজের সময় যাতে প্রকল্পের অনুমোদনের স্বচ্ছতা থাকে তার দিকে কড়া নজর রাখা হচ্ছে। নবান্নের এক আধিকারিক জানিয়েছে, "প্রকল্পগুলিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয়া হয়েছে এবং যার ফলে প্রতিটি খরচ নেমে এসেছে ৫ লাখের কমে। এক্ষেত্রে ই-টেন্ডারের কোনো প্রয়োজন হচ্ছে না।"