সামনে এল একাধিক ভিডিও! আইকোর কাণ্ডে সমন পেলেন মানস ভুঁইয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/03/2021   শেষ আপডেট: 10/03/2021 3:07 p.m.
মানস ভুঁইয়া Facebook

বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ছিল আইকোরের বিরুদ্ধে

এবার আইকোর (Icore) মামলাতে তদন্তের গতি বাড়াল তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এর আগেও সারদা-কাণ্ডের তদন্তে নেমে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে জেরা করেছে সিবিআই। কাজেই, আইকোর চিটফান্ডের পিছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখতে তৎপর হয়েছে সিবিআই। আর সেই মোতাবেক আইকোর মামলার তদন্তে মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই।

বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ছিল আইকোরের বিরুদ্ধে। আর সেই সূত্রেই বিদায়ী বিধায়কের বেশ কয়েকটি ভিডিও পান তদন্তকারী আধিকারিকরা, যেখানে মানস ভুঁইয়াকে আইকোর চিটফান্ড কাণ্ডের সপক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। আর তাতেই খটকা সিবিআই আধিকারিকদের। কেন সপক্ষে কথা? এর পিছনে আসল কারণ উদঘাটন করতেই মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু মন্তব্য করতে চাননি মানস ভুঁইয়া। তবে শাসকদল তৃণমূলের দাবি, ইচ্ছাকৃত ভাবে ভোটের আগে ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে গেরুয়া শিবিরের মন্তব্য, "সিবিআইকে কখনও প্রভাবিত করা হয় না। আইন আইনের পথে চলবে। যদি কেউ দোষী না হয় তাহলে জেরার মুখোমুখি হতে ভয় কীসের।"

উল্লেখ্য, শুধু আইকোর নয়। সারদা, রোজভ্যালি সহ একাধিক চিটফান্ডের রহস্যের দায়ভার রয়েছে সিবিআইয়ের কাছে। যার মধ্যে একেবারে অন্যতম কয়লাপাচার ইস্যু। সম্প্রতি, কয়লাপাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনিক সহযোগিতার আর্জি জানিয়েছে সিবিআই আধিকারিকরা।