এবারে মুকুলের ঘরেই ফুটলো ঘাসফুল, তৃণমূলে যোগদান করলেন মুকুলের শ্যালক সিজল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/02/2021   শেষ আপডেট: 04/02/2021 6 a.m.
মুকুল রায়

তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তিনি দলীয় পতাকা নিজের হাতে তুলে নিলেন

২০২১ বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। এই মুহূর্তে প্রত্যেকটি দল তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা করছে। সেই ধারাকে অব্যাহত রেখে মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সিজল রায় যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তিনি দলীয় পতাকা নিজের হাতে তুলে নিলেন। দলবদল প্রসঙ্গে শিজল বললেন,"আমি একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি। আমি কি করব না করব সেটা আমি সিদ্ধান্ত নেব। আমি বিজেপিতে কম সময় কাটিয়েছি। বুঝে উঠতে পারিনি।"

কিন্তু তাহলে রাজনৈতিক মহলে প্রশ্ন, এবার কি তাহলে মুকুল রায়ের সঙ্গে সম্পর্কে কোন চিড় ধরল সিজলের? মুকুল রায়ের রাজনীতিতে আত্মীয়দের বিভিন্ন রাজনৈতিক মতামত এবং প্ল্যাটফর্ম এর উদাহরণ রয়েছে বলে তুলে ধরলেন সিজল রায়। তবে তৃণমূলে যোগ দেওয়ার জন্য জামাইবাবু মুকুল রায়ের সঙ্গে কোন রকম সমস্যা হবে না বলে জানিয়েছেন সিজল। তিনি আরো বলেছেন, "সৌগত রায় তৃণমূলে আর তথাগত রায় রয়েছেন বিজেপিতে। কই তাদের ব্যাপারে তো কোন সমস্যা হচ্ছে না। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এখন আমি ফিরে এসেছি।