বেহালায় শেষ মুহূর্তে মিলল না মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের অনুমতি, এলাকায় বিজেপি সমর্থকদের বিক্ষোভ
"ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো। এত ভয় কিসের?" বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
আজ চতুর্থ দফা নির্বাচনের শেষ দিন। আর কয়েক ঘণ্টার পরেই শেষ হবে ৪৪ আসনের সব দলের প্রচার অভিযান। এদিকে হাইভোল্টেজ বেহালা পূর্ব ও পশ্চিম কেন্দ্রে অভিনতা মিঠুন চক্রবর্তীর রোড শোকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। প্রচারে ঝড় তুলতে আজ বেহালা পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দুই বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করার কথা মিঠুন চক্রবর্তীর। কিন্তু বিজেপি সূত্রে অভিযোগ শেষ মুহূর্তে কোন অনুমতি মেলেনি। এরফলে বেহালার পর্ণশ্রী এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির কর্মী সমর্থকরা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখায়। অচিরেই থানা চত্বরে তীব্র বিশৃঙ্খলা দেখা যায়।
বিজেপি সূত্রে খবর, বুধবার দুপুরে বেহালায় মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের অনুমতি চেয়ে পুলিশের 'সুবিধা' অ্যাপে আবেদন জানিয়েছিল বিজেপির জেলা নেতৃত্ব। কিন্তু বিকেলে সেই আবেদন বাতিল করা হয়। এরপর জেলা গেরুয়া শিবির পর্ণশ্রী থানায় রোড শোয়ের অনুমতি চেয়ে আবেদন জানায়, তাতেও কোন ইতিবাচক উত্তর মেলেনি। বিজেপি নেতৃত্ব বাধ্য হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের অনুমতি চাইলে থানার গড়িমসি চোখে পড়ে। সব মিলিয়ে বিজেপির দাবি ইচ্ছাপূর্বক তাদের অনুমতি দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সকালে পর্ণশ্রী থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের কাছে এর কারণ জানতে চান। যদিও কোন সঠিক কারণ জানা যায়নি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। শ্রাবন্তীর দাবি, "পুলিশ কোন উপযুক্ত কারণ দেখাতে পারেনি। বলছে অন্য দলের সভা রয়েছে, কিন্তু কোন কাগজ দেখাতে পারেনি।" তিনি আরও অভিযোগ করেছেন, "ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো। এত ভয় কিসের? আমার দলের কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব।" অবশ্য পুলিশের দাবি, মিঠুন চক্রবর্তী এলে প্রচুর মানুষের জমায়েত হত। তাতে নিরাপত্তা দেওয়া কঠিন। তাই রোড শোয়ের অনুমতি মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।