মিঠুন চক্রবর্তী কি করোনা আক্রান্ত না গুজব, স্পষ্ট করলেন তিনি নিজেই
বাংলায় প্রায় প্রতিদিন ১৪ হাজারের কাছাকাছি করোনা সংক্রমণ হচ্ছে
একুশে বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে ভোটমুখী বাংলার ত্রাস হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। সংক্রমনের ভয়াবহতায় বেহাল দশা বাংলার। প্রায় প্রতিদিন বাংলায় ১৪ হাজারের বেশি সংক্রমণ হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি নির্বাচনী প্রার্থী এবং নেতা-নেত্রীরাও এই রোগের শিকার হচ্ছেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান তৃণমূল প্রার্থী কাজল সিনহা। অন্যদিকে বিজেপি নেতা সস্ত্রীক বাবুল সুপ্রিয় এবং তারকা প্রার্থী পার্নো মিত্র করোনায় আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে জানা যাচ্ছিল বিজেপির তারকা ভোটপ্রচারক মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা শুরু করেছেন।
তবে মিঠুন চক্রবর্তী আজ মঙ্গলবার তার করোনা হয়েছে এই খবর অস্বীকার করেন। তিনি গুজব উড়িয়ে বলেন, "আমার করোনা হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ আছি।" এই খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মিঠুন অনুগামীরা। আসলে ফ্লিমফেয়ার আওয়ার্ড কিছুদিন আগে টুইট করে জানিয়েছিল যে মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু অভিনেতা আজ নিজেই টুইট করে লিখেছেন, "একমাস প্রচারের পর আজ বাড়িতে শান্তিমনে বিউলির ডাল, পোস্ত ভাত খেলাম।" সঙ্গে সঙ্গেই ফ্লিমফেয়ার তাদের ভুল শুধরে নিয়ে জানিয়েছে যে মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত ছিলেন না।