লজ্জাজনক হার বিজেপির, বাংলা পর্যবেক্ষকের পদ হারাতে পারেন কৈলাস বিজয়বর্গীয়
বিজেপি নেতা ভূষণ সিং আজ গেরুয়া শিবির ত্যাগ করেছেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) কেন্দ্রীয় নেতারা বঙ্গ বিজেপির (BJP) ২০০ আসনে জয়ের স্বপ্ন দেখেছিল। এমনকি তারা বাংলায় এসে সাধারণ মানুষের কাছে দৃঢ় কন্ঠে ২০০ এর বেশি আসন পাওয়া নিয়ে প্রসঙ্গ নিয়ে প্রচার করেছিল। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্যরকম। নির্বাচনের ফলাফলে ২০০ আসন তো দূরঅস্ত। তার অর্ধেকেরও কম আসন পেয়েছে বিজেপি। ২৯৪ আসনের মধ্যে মাত্র ৭৭ টি আসন পেয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এমন বিপর্যয় হওয়ার অনেকটাই দায় পরে বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) ওপর। তাই দলীয় সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই বাংলা বিজেপির পর্যবেক্ষক পদ খোয়াতে পারেন কৈলাসজি।
আসলে একুশে বিধানসভায় নির্বাচনে বাংলার দায়িত্ব পেয়ে কৈলাস বিজয়বর্গীয় একের পর এক তৃণমূলত্যাগী নেতাদের বিজেপিতে জায়গা দিয়েছিলেন। আর তাতেই দলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। তৃণমূল নেতাদের সাথে অতিরিক্ত সখ্যতা বুমেরাং হয়ে দেখা দিয়েছিল ভোটের ফলাফলে। অনেক পুরনো বিজেপি কর্মী দলের প্রতি আস্থা হারিয়েছিল। আর তারজন্য অনেকটাই দায়ী কৈলাস বিজয়বর্গীয়। তাই এবার হয়তো নিজের পদ হারাবেন তিনি। কিন্তু এখনো বিজেপির পক্ষ থেকে অফিশিয়ালি কোন কথা ঘোষণা করা হয়নি। তবে প্রশ্ন উঠছে এই নেতার পরিবর্তে বঙ্গ বিজেপির পরবর্তী পর্যবেক্ষক কে হবে? এই পদে বসতে পারেন ভূপেন্দ্র যাদব বা তরুণ চুঘ। প্রসঙ্গত, যেসমস্ত তৃণমূল নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারা আবারও পুরনো দলে ফেরার প্রবণতা দেখাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার বিজেপির সঙ্গ ত্যাগ করলেন দিনহাটা মহকুমার ভূষণ সিং। তিনি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করে মমতাকে ধুলিস্যাৎ করার স্বপ্ন দেখলেও বাস্তবে তার স্বপ্ন চুরমার হয়ে গেছে।