বিজেপির মিছিল আটকাতে রাজ্যের হাতিয়ার সুপ্রিম কোর্টের রায়

রুদ্ররূপ মুখোপাধ্যায়
প্রকাশিত: 08/10/2020   শেষ আপডেট: 08/10/2020 12:37 p.m.
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org

প্রশাসন প্রশাসনের কাজ করবে বললেন পার্থ চট্টোপাধ্যায়

আজ বিজেপির নবান্ন অভিযান কিভাবে আটকানো যায় সেই নিয়ে ব্যস্ত ছিল রাজ্য। কাল সুপ্রিম কোর্ট শাহিনবাগ জমায়েত প্রসঙ্গে রায় দেয়। তাতে শীর্ষ আদালত জানায়, কোনো জায়গায় মানুষের অসুবিধা করে অনির্দিষ্ট সময়ের জন্য জমায়েত করা যাবে না। জমায়েত আটকাতে ব্যবস্থা নিতে পারে প্রশাসন।

ব্যাস। সেটাকেই হাতিয়ার করে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠালেন বিজেপির কাছে। তাতে জমায়েত না করার কারণ হিসাবে করোনা, নবান্ন বন্ধ থাকা এসবের পাশে ভীষণভাবে গুরুত্ব পেল শাহিনবাগ নিয়ে কোর্টের দেওয়া রায়। তৃণমূলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায় তো বলেই দিলেন "প্রশাসন প্রশাসনের কাজ করবে।"

আর সেই জন্যই এখন মোড়ে মোড়ে ব্যারিকেড করেছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক রাস্তা। এখন দেখার বিজেপির নবান্ন টলিয়ে দেওয়ার হুংকার শেষ পর্যন্ত কতটা আটকাতে পারে রাজ্য প্রশাসন।