কিষান সম্মান নিধি যোজনায় অনেক কম টাকা পাচ্ছেন, লড়াই না করলে এটাও পেতেন না, চাষীদের চিঠি লিখলেন মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2021   শেষ আপডেট: 14/05/2021 7:27 a.m.
মোদী মমতা twitter@narendramodi

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই চিঠিতে কেন্দ্রীয় সরকারের কাজ নিয়ে কটাক্ষ করেছেন

প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা নিয়ে মমতা এবং মোদির মধ্যে চলছে জোর তরজা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কে বলেন যেনো তিনি পিএম কিষান সম্মান নিধি যোজনা সমস্ত টাকা দিয়ে দেন কৃষকদের। তারপর দীর্ঘদিনের কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের পরে অবশেষে আগামীকাল বেলা ১১টা নাগাদ টাকা আসতে চলেছে কৃষকদের ব্যাংক একাউন্টে। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উদ্দেশ্যে চিঠি লিখে জানালেন, "আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রাপ্য বকেয়ার জন্য আমরা লড়াই করব।"

তিনি আরো লিখলেন, "দীর্ঘ টালবাহানা ও নানা অজুহাত দেখিয়ে দিল্লির সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা দিচ্ছিল না। আপনারা জানেন, এ রাজ্যের সব কৃষকদের জন্য আমরা ২০১৮ সালে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছি। যা দেশের মডেল। এরপরই ২০১৯ সালে চালু হয়েছিল পিএম কিষান প্রকল্প (PM Kisan Samman Nidhi)। তুল্যমূল্য বিচারে আমাদের কৃষকবন্ধু প্রকল্পে সুযোগ-সুবিধা অনেক বেশি। এতে ভাগচাষি ও বর্গাদাররা অন্তর্ভুক্ত হতে পারেন। ভবিষ্যতে এর সুযোগ সুবিধা আরও বাড়ানো হচ্ছে।''

এতদিন ধরে বাংলায় প্রচার চালানোর সময় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারা প্রচারে এসে বলেছিলেন বকেয়া ১৮,০০০ টাকা করে দিয়ে দেবে বিজেপি সরকার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি নস্যাৎ করে দিয়ে ঘোষণা করেন, রাজ্য বারংবার চেষ্টা করেছে এই কৃষক সম্মান নিধি যোজনা বাংলায় চালু করার। তিনি জানিয়ে দিয়েছেন রাজ্য যদি সরব না হতো তাহলে পিএম কিষান যোজনা টাকা মিলত না।