"রেফার করলে রোগীর মৃত্যু হলে, যে রেফার করেছেন দায়িত্ব তাঁর" : মুখ্যমন্ত্রী
"কোনও লবিবাজি চলবে না", স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর
ফের স্বাস্থ্যসাথী প্রত্যাখ্যান এবং অপব্যবহার নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। "কোনও লবিবাজি চলবে না", স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। "হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করুন", নবান্নর বৈঠক থেকে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কড়া হওয়ার পরামর্শ দিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "সবকিছু আমাকে বলে দিতে হবে? নিজের কাজ নিজেকে বুঝে নিতে হবে। কোনও লবিবাজি চলবে না।"
আরও পড়ুন
রোগী রেফার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "রেফার করা আপনারা কবে বন্ধ করবেন? প্রসূতিদেরও রেফার করা হচ্ছে।" মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, রেফার করলে রোগীর মৃত্যু হলে, যে রেফার করেছেন দায়িত্ব তাঁর। এদিন স্বাস্থ্যসচিবকেও গাফিলতির বিরুদ্ধে কড়া হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "তুমি খুব উইক। স্ট্রং হও। প্রয়োজনে নরম আবার প্রয়োজনে কড়া হও।"