রাজ্যের প্রত্যেকটি পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত করতে চলেছেন সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/11/2020   শেষ আপডেট: 26/11/2020 6:37 p.m.
facebook.com/BanglarGorboMamata

১লা ডিসেম্বর থেকে রাজ্যের প্রত্যেকটি পরিবারকে এই প্রকল্পের আওতাভুক্ত করার কাজ শুরু হবে

এ রাজ্যে স্বাস্থ্যপ্রকল্প চালু হয়েছে অনেক আগেই। তবে সকলে এই প্রকল্পের অন্তভুক্ত ছিলনা। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে এবার থেকে রাজ্যের সমস্ত পরিবাকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। প্রায় সাড়ে সাত কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার কথা ছিল। আরও আড়াই কোটি মানুষকে আনা হবে।

এই প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক পরিবার ৫ লক্ষ টাকার বিমার সুযোগ পাবে। বাড়ির গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন যারা স্বাস্থ্যসাথীর প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন এবার সকলে এই সুযোগ পাবেন। ১লা ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হবে। 'দুয়ারে দুয়ারে সরকার' ক্যাম্পেনিং এর মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ে কার্ড বাড়িতে পৌঁছে যাবে সকলের।