তৃণমূলে রদবদলের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
শহীদ স্মরণে আয়োজিত ২১ শে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকেই আগামী দিনের উন্নয়ণের জন্য একাধিক পরিকল্পনার কথা ঘোষনা মুখ্যমন্ত্রীর
প্রতিবারের মতন ধর্মতলায় প্রকাশ্য দিবালোকে শহীদ স্মরণের সভা অনুষ্ঠিত না হলেও এই বছরের ২১ শে জুলাইয়ের সভা সবদিক থেকেই মানুষের মন কেড়েছে তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রায় এক ঘন্টার ভাষণে একাধিক পরিকল্পনার কথা আগাম জানালেন। যার মধ্যে রয়েছে জেলা স্তরে দলীয় সভাপতির পদ পরিবর্তনের সম্ভবনা।
আরও পড়ুন
মূলত দলীয় সংগঠন মজবুত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দলের জেলা সভাপতি আবার মন্ত্রী সভার সদস্য। এতে একই ব্যক্তি দুটি পদ সমান গুরুত্ব সহকারে পরিচালনা করতে অসমর্থ হচ্ছেন। তবে শুধু জেলা সভাপতি বলেই নয় দলের পরিচালনার সুবিধার্থে তৃণমূল স্তর থেকেই দলের বিভিন্ন পদের অদল বদলের ইঙ্গিত ছিলো মুখ্যমন্ত্রীর এদিনের ভাষণে।