হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, রণক্ষেত্র হাওড়ার পরিস্থিতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী
পরিস্থিতি সামাল দিতে এবার আরও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে রণক্ষেত্র হাওড়ার একাধিক এলাকা। গোটা জেলায় বন্ধ হয়েছে ইন্টারনেট। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এবার হাওড়ার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। এদিন, শনিবার সকালে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এ সব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
নবি হজরত মহম্মদকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। সেই ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হাওড়া। গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়েছে হাওড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরেও গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই। পরিস্থিতি সামাল দিতে এবার আরও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।