কর্মসংস্থানকে হাতিয়ার করেই একুশের ভোটে বাজিমাত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়
গুজরাটের থেকে বাংলায় কর্মসংস্থান বেশি— দাবি তৃণমূল নেতাদের
বারবার দিলীপ ঘোষ বাংলাকে গুজরাট বানানোর স্বপ্ন দেখাচ্ছেন। কর্মসংস্থান বিষয়ে গুজরাটকে মডেল বানানোর উৎসাহ দিচ্ছেন। আর একই সময় দাঁড়িয়ে তৃণমূল নেতারা বারবার পরিসংখ্যান দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলা অনেক এগিয়ে গুজরাটের থেকে।
সামনে ভোট— তার আগে রাজ্যের কর্মসংস্থান আরও বাড়াতে বদ্ধপরিকর তৃণমূল সরকার। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকের পর নিউটাউনে ২০ টি তথ্য প্রযুক্তি সংস্থাকে মোট ১০০ একর জমি দিলো রাজ্য সরকার। সিলিকন ভ্যালিতে এই ১০০ একর জমি প্রদান বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আগে ১০০ একর দিয়েছিলাম— আবার দেওয়া হলো। এতে বাংলার যুব প্রজন্মের জন্য অনেক কর্মসংস্থান খুলে যাবে।”
শুধু কলকাতা বা নিউটাউন নয়— জলপাইগুড়িতে স্টার সিমেন্টকে জমি দিচ্ছে রাজ্য সরকার। ফলে রাজ্যজুড়ে নানান জায়গায় কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।