দেবাঞ্জনকাণ্ডে পাশাবদল! তল্লাশি করে দেবাঞ্জনের বাড়ি থেকে মিলল বিজেপি সদস্যপদের নথি
দেবাঞ্জনের বাড়ি থেকে CBI এর বেশকিছু ভুয়ো নথি উদ্ধার হয়েছে
দেবাঞ্জন দেবের (Debanjan Deb) কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড (Kasba Fake Vaccination Campaign) নিয়ে একপ্রকার গত মাসের শেষ সপ্তাহ থেকে তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি। দেবাঞ্জন দেবের সাথে শাসক দলের নেতাদের সম্পর্ক আছে এমন দাবি করে বারংবার গেরুয়া শিবির (BJP) বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করছেন। ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের সাথে দেবাঞ্জনের ছবি থাকায় এই নিয়ে ব্যাপক জলঘোলা হয়। কিন্তু সম্প্রতি দেবাঞ্জনের বাড়িতে পুলিশি তল্লাশির পর ঘটনার মোড় ঘুরে গেছে। দেবাঞ্জনের বাড়ি থেকে মিলেছে বিজেপি সদস্যপদের প্রমাণ। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) বেশকিছু ভুয়ো নথিপত্র উদ্ধার করে পুলিশ। দেবাঞ্জনের বাড়ি থেকে বিজেপি সদস্যপদের রিসিট পাওয়া যেতেই নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তল্লাশি চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে বেশকিছু নথি বাজেয়াপ্ত করে। বর্তমানে তা সিবিআই দপ্তরে পাঠানো হয়েছে যাচাই করার জন্য। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ব্যক্তির সাথে সিবিআইয়ের নথির কোন যোগাযোগ নেই।
গেরুয়া শিবিরের নেতারা দেবাঞ্জন কাণ্ডে প্রথম থেকেই তৃনমূল নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ জানিয়ে আসছে। এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিজেপিকে কটাক্ষ করে কিছুদিন আগেই বলেছিলেন, "দেবাঞ্জনের সাথে তো বিজেপিরও যোগাযোগ থাকতে পারে।" রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "বিজেপি এত সিবিআই তদন্ত চাইছে কেন? তাহলে কি পদ্ম শিবিরের কোন যোগাযোগ আছে দেবাঞ্জনের সাথে। পুরো পার্টিটা চতুর ও দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়ে চলছে।" এরপর দেবাঞ্জনের বাড়ি থেকে তার বিজেপি সদস্য হওয়ার প্রমাণ মেলাতে ঘটনার মোড় অন্যদিকে ঘুরতে পারে।