KMC ELECTION: ভোট দিলেই মিলবে বিরিয়ানি! ভোটারদের প্রভাবিত করতে নয়া 'ছক'
তৃণমূল নেতাদেরও বলুন বিরিয়ানি খেয়ে যেতে, হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর
আজ কলকাতা পুরসভা ভোট (Kolkata Municipal Election 2021)। সকাল থেকেই একের পর অভিযোগ এসেছে ভোটকে কেন্দ্র করে। কখনও বুথের সিসিটিভি বন্ধের অভিযোগ, আবার কখনও বোমাবাজি! এর মধ্যেও সুষ্ঠভাবে ভোট করতে মরিয়া প্রশাসন। তবে এবারের অভিযোগ ভিন্ন। মানিকতলার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে নাকি সুকিয়া স্ট্রিটের বেসরকারি হাসপাতালের ছাদ থেকে বিরিয়ানি (Biriyani) বিলি করে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন তিনি। এমনটাই অভিযোগ তৃণমূলের (Trinamool Congress)। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে বলেন, "গত কাল রাত থেকে এলাকায় বহিরাগতদের আসা-যাওয়ার অভিযোগ পাচ্ছিলাম। এদিন সকাল থেকে বেসরকারি হাসপাতালে বিরিয়ানি রান্না হচ্ছে। সে রান্না হতেই পারে, ভোটের দিন এজেন্টদের প্যাকেট বিলি করা হতেই পারে। কিন্তু ভোটারদের প্রভাবিত করা ঠিক নয়। বিজেপি ভোট পাবে না জেনেই এ সব করছে। হাসপাতালের বর্তমান মালিক বিজেপি ঘনিষ্ঠ। ক’দিন ধরেই হাসপাতালের রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল। সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। পুলিশকে আমরা জানিয়েছি। ব্যবস্থা নিতে বলেছি। হাসপাতালে রোগীর আত্মীয় ছাড়া বহিরাগতদের সরিয়ে দিতে বলেছি।"
তবে এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের কথায়, হাসপাতালে কর্মীদের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছিল। সেই সুরেই মানিকতলার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বক্তব্য, "বিরিয়ানি দিয়ে ভোট প্রভাবিত করছি তো? তাহলে তৃণমূল নেতাদেরও বলুন বিরিয়ানি খেয়ে যেতে।"